সোনার সঙ্গে সৌভাগ্যের যোগ খুঁজে পান অনেকেই সোনা অনেকের কাছে বিনিয়োগের উত্তম উপায়ও বটে প্রতিদিনই ওঠানামা করে সোনার দাম আজ কত দামে বিকোচ্ছে সোনা? ২৪ ক্যারেট (Fine Gold 995)-এর ১ গ্রাম সোনার দাম ৫৯৪৪ টাকা ২২ ক্যারেট সোনা বিক্রির মূল্য ৫৭৪২ টাকা ঘর থেকে বিক্রি করতে চাইলে মূল্য পাবেন প্রতিগ্রাম ৫৪০৯ টাকা ১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৭৩১ টাকা রুপোর গয়না পরতে পছন্দ করেন? ১ কেজি রুপো কিনতে খরচ হবে ৭২৪০৮ টাকা যে কোনও শুভ অনুষ্ঠানের আগে, শুভ সময়ে পুজোর সময়ে অল্প হলেও সোনায় নজর থাকেই উৎসবের মরসুমের জন্য অনেকে আগে থেকেই সোনা কিনে রাখেন