এফসি গোয়া থেকে মিডফিল্ড তারকা আলবার্তো নগুইরাকে সই করিয়েছে মুম্বই সিটি

গত মরসুমে লিগের সেরা খেলোয়াড় গ্রেগ স্টুয়ার্টও খেলবেন মুম্বই সিটির হয়ে

চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি থেকে ফুলব্য়াক আশিস রাই এসেছেন এটিকে মোহনবাগানে

বেঙ্গালুরু থেকে মোহনবাগানে যোগ দিয়েছেন জাতীয় দলের তারকা আশিক কুরুনিয়ান

আবার মোহনবাগান ছেড়ে বেঙ্গালুরুতে যোগ দিয়েছেন তারকা স্ট্রাইকার রয় কৃষ্ণ

গোয়ার হয়ে সই করা, মরক্কো জাতীয় দলে খেলা উইঙ্গার নোয়া সাদাউই এ বারের বড় চমক হতে পারেন

কৃষ্ণর পাশাপাশি বেঙ্গালুরুর হয়ে সই করেছেন বন্ধু প্রবীর দাসও

গত মরসুমের অন্যতম সেরা খেলোয়াড় আলভারো ভাজকুয়েজ যোগ দিয়েছেন এফসি গোয়ায়

ইস্টবেঙ্গলের জার্সিতে নজর কাড়া হীরা মন্ডলও এবার খেলবেন বেঙ্গালুরুর হয়ে

এ মরসুমে সবুজ মেরুন জার্সিতে খেলতে দেখা যাবে পোগবাকে, তবে পল নন, দাদা ফ্লোরেন্তিনকে