একটা দুর্দান্ত উইকএন্ড কাটানোর পর সোমবার মনটা কেমন থাকে আপনার ?

মনটা ফুরফুরে থাকে, নাকি মেজাজ বিগড়ে গিয়ে খিটখিট করেন?

ছুটি কাটিয়ে কাজে ফেরার দিনটাই বেশিরভাগ মানুষের কাছে সবথেকে অপছন্দের দিন !

সোমবারকে বলা হয়  back to the grind ।   

সপ্তাহের সবচেয়ে খারাপ দিন কোনটা, ঘোষণা করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

আনুষ্ঠানিকভাবে সোমবারকে সপ্তাহের সবচেয়ে খারাপ দিন হিসেবে চিহ্নিত করেছে তারা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্টটি শেয়ার করেছে।


পোস্টটি সামনে আসা মাত্রই লক্ষ লক্ষ লাইক পড়ে গিয়েছে। সঙ্গে শেয়ারও হয়েছে বহু।

অনেকেই পোস্টটি শেয়ার করে এই মতে সায় দিয়েছেন।