অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশনের লঞ্চ। সম্প্রতি একথা ঘোষণা করেছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক। ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন এর আগেও একবার লঞ্চ হয়েছিল। তবে আচমকাই তা বন্ধ হয়ে যায়। ২৯ নভেম্বর এই ফিচার ফের লঞ্চের কথা ছিল। কিন্তু আবার তা পিছিয়ে গিয়েছে অনির্দিষ্টকালের জন্য। কবে ট্যুইটারে ব্লু টিক ভেরিফিকেশন সাবস্ক্রিপশন প্ল্যান চালু হবে সেই প্রসঙ্গে কিছুই জানা যায়নি। ট্যুইটারের ব্লু টিক সাবস্ক্রিপশন মাসে ৮ ডলারের বিনিময়ে কিনতে পারবেন ইউজাররা। যেকোনও ইউজার এই ব্লু টিক টাকা দিয়ে কিনতে পারবেন একথা ঘোষণার পর অনেকেই প্রতারণার আশঙ্কা করেছিলেন। যতক্ষণ না এই ব্যাপারে সঠিক ভাবে আশ্বাস পাওয়া যাচ্ছে ততক্ষণ ট্যুইটারে ব্লু টিক সাবস্ক্রিপশন চালু হবে না। ট্যুইটারের মালিকানা নেওয়ার পর থেকেই একের পর এক বদল করে চলেছে ইলন মাস্ক। ইলন মাস্ক ট্যুইটারে ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছেন। সেই সঙ্গে নিয়ম কানুনে এসেছে অনেক পরিবর্তন।