সারা ভারত সেজে ওঠে আলোর মেলায়। দীপাবলি মানে আলোর উৎসব।



ভারতের দীপাবলি উৎসব পালিত হয় বিশ্বের নানা জায়গায়।



দীপাবলি মানেই আলোর মেলা। অশুভকে নাশ করার উৎসব। ঠিক এমনই এক উৎসব পান করেন ইহুদিরা।



ইহুদিরাও একে দীপাবলির মতো আলোর উৎসব বলে। এর নাম হানুক্কা (Hanukkah)।



এই উৎসব ইহুদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে সারা ইজ়রায়েল আলোয় স্নান করে।



প্রতিটি ইহুদি বাড়িতে পুরো আট দিন ২৪ ঘন্টা আলো জ্বালানো হয়।