বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মাতোয়ারা রাজ্য, শহর কলকাতা ধুমধাম করে বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গোৎসবের উদ্বোধন হয়ে গেল বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজো সৌরভের পুজো নামে বিখ্যাত পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভের জন্মের বছরই সূচনা হয়েছিল পুজোর সেই থেকে দাদার বয়সের সঙ্গে সমানুপাতিক হারে বেড়েছে বড়িশা প্লেয়ার্স কর্নারের দুর্গাপুজোর বয়স এবার ৫১তম বর্ষের মাতৃ আরাধনা বড়িশা প্লেয়ার্স কর্নারের এবারের বিষয়ভাবনা 'বোধ' পুজোর উদ্বোধনে সৌরভের সঙ্গে হাজির ছিলেন স্ত্রী ডোনা পরিবেশ রক্ষার বার্তা দেবে দাদার পুজো