অভিনয় আসার আগে ব্যাংককে তায়কোন্ডো শিখতেন অক্ষয় কুমার

তায়কোন্ডোতে ব্ল্যাক বেল্টও রয়েছে অভিনেতার

অভিনয়ে আসবেন তা ভাবনাতেও ছিল না তাঁর

মার্শাল আর্ট শেখার সময় ওয়েটারেরও কাজ করেছিলেন

একটি রেস্তোরাঁয় শেফের কাজও করেন অভিনেতা

ব্যাংকক থেকে মার্শাল আর্টে ট্রেনিং নিয়ে নিজে শেখাতে শুরু করেন

এরপরই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে

এক ছাত্র তাঁকে মডেলিং করার কথা বলেন

তখন পোর্টফোলিও তৈরি করে নেন অভিনেতা

একেবারে শুরুর দিনে একটি কোম্পানির হয়ে মডেলিংও করেন

এরপর পোর্টফোলিও নিয়ে মুম্বইয়ের স্টুডিওগুলোতে দেখা করতে থাকেন

তাঁর ছবি পছন্দ হয় প্রযোজক প্রমোদ চক্রবর্তীর

'দিদার' ছবিতে অভিনয়ের প্রস্তাব পান অক্ষয় কুমার

ছবিটি মুক্তি পায় ১৯৯২ সালে

যদিও 'দিদার' তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি নয়

এরপর আজ পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে

আজ অক্ষয় কুমার বলিউডের সফল অভিনেতারদের মধ্যে অন্যতম