আজ জন্মদিন দক্ষিণী তারকা আল্লু অর্জুনের, জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য বেশিরভাগ মালায়লম ডাব্ড ছবিতে অভিনয় করার জন্য তিনি বহু অনুরাগীর কাছে মল্লু অর্জুন নামেও পরিচিত নাচে তাঁর দক্ষতা নজর কাড়া, জানা যায়, ছোটবেলা থেকেই জিমন্যাস্টিক্সে পারদর্শী হওয়ার কারণে তাঁর ফ্লেক্সিবিলিটি এত বেশি আল্লু অর্জুনের আরও একটা জিনিসের প্রতি টান রয়েছে, তিনি ছবি তুলতে খুবই ভালোবাসেন সিনেমা দেখতেও খুবই পছন্দ করেন আল্লু অর্জুন, এক একটা ছবি ১৫ কিংবা ২০ বারও দেখে ফেলেন কখনও কখনও অভিনয় কেরিয়ারে সফল না হলে প্ল্যান বি ভাবা ছিল তাঁর, অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করেন। হায়দরাবাদের একটি কোম্পানিতে ইনটার্নশিপও করেন সবসময় অন্যভাবে নিজের জন্মদিন পালন করতে পছন্দ করেন আল্লু অর্জুন গাড়ির প্রতি টান রয়েছে আল্লু অর্জুনের, রেঞ্জ রোভার থেকে ব্যক্তিগত ভ্যানিটি ভ্যান, কী নেই অভিনয়, নাচের পাশাপাশি নিজের ছবিতে গানও গেয়েছেন আল্লু অর্জুন নানা সময় নানারকমের হেয়ার স্টাইল রাখতে পছন্দ করেন, তাঁকে জন্মদিনের অনেক শুভেচ্ছা