সজ্জার অঙ্গ হোক বা প্রয়োজন। নানা সময়ে হাতের কব্জিতে জায়গা পায় হাতঘড়ি। বহু প্রাচীনকাল থেকে এর ব্যবহার হয়েছে। বর্তমানে সারা বিশ্বে সব ধরনের ব্যক্তির হাতেই শোভা পায় হাতঘড়ি। সাধারণ থেকে বহুমূল্য, নানা ধরনের হাতঘড়ি বাজারে মেলে। অনেকে শুধু নিত্যপ্রয়োজনে ব্যবহার করেন। আবার অনেকের হাতঘড়ি সংগ্রহের শখও থাকে। দীর্ঘদিন ধরে হাতঘড়ি ভাল রাখতে প্রয়োজন একাধিক সাবধানতা। কিছুদিন অন্তর অন্তর নরম কাপড় দিয়ে হাতঘড়ি সাফ করা উচিত। যাতে কোনও ধুলো জমে না থাকে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘড়ির দোকানে নিয়ে গিয়ে সার্ভিস করা প্রয়োজন। ঘড়ির অভ্যন্তরীণ যন্ত্রাংশ ভাল থাকে। জল যাতে না লাগে। কিছু স্পোর্টস ওয়াচ জলের মধ্যে ব্যবহার করা যায়। কিন্তু বাকি ঘড়ি কতটা জল সহ্য করতে পারবে তা জেনে নেওয়া উচিত। যে কোনওরকম রাসায়নিক থেকে বাঁচাতে হবে ঘড়িকে। সাফ করার সময় ব্লিচ জাতীয় কোনও রাসায়নিক ব্যবহার করলে ঘড়ির ক্ষতি হবে। বৈদ্যুতিন থেকে মেকানিক্যাল, প্রতিটি ঘড়ির দেখভালের আলাদা পদ্ধতি রয়েছে। সেগুলি মেনে চললেই ভাল থাকবে শখের হাতঘড়ি।