Image Source: ফাইল ছবি

আজ জন্মদিন বলিউড অভিনেত্রী আসিনের। মূলত দক্ষিণী ছবির অভিনেত্রী হলেও বলিউডেও কাজ করেছেন বেশ কিছু ছবিতে।

Image Source: ফাইল ছবি

তাঁর অভিনয় দক্ষতা এবং প্রাণ খোলা হাসিতে খুব কম সময়ের মধ্যেই দর্শকের মন জিতে নেন

Image Source: ফাইল ছবি

মালায়লম ছবি দিয়ে অভিনয় কেরিয়ার শুরু হয় আসিনের। পরবর্তীকালে তামিল, তেলুগু, হিন্দি ভাষায় ছবি করেছেন

Image Source: ফাইল ছবি

অভিনয়ের পাশাপাশি ভারতনাট্যমে তুখোড় তিনি। আসিন একজন প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী

Image Source: ফাইল ছবি

মাত্র ১৫ বছর বয়স থেকেই অভিনয় জীবন শুরু হয় আসিনের। ২০০১ সালে মালায়লম ছবি দিয়ে রুপোলি পর্দার যাত্রা শুরু করেন

Image Source: ফাইল ছবি

বলিউডে তাঁর জার্নি শুরু হয় 'গজনি' ছবি দিয়ে। আমির খানের বিপরীতে দুর্দান্ত অভিনয় করে প্রথম হিন্দি ছবি থেকেই দর্শকের মনে জায়গা করে নেন

Image Source: ফাইল ছবি

এরপর কখনও তাঁকে দেখা গিয়েছে সলমন খানের সঙ্গে 'রেডি' ছবিতে। কখনও আবার অক্ষয় কুমারের সঙ্গে 'হাউজফুল টু' কিংবা 'খিলাড়ি ৭৮৬' ছবিতে

Image Source: ফাইল ছবি

একাধিক ভাষায় কথা বলতে পারেন আসিন। তাঁর মাতৃভাষা মালায়লম হলেও তিনি তামিল, তেলুগু, সংস্কৃত, ইংরেজি, হিন্দি, ফরাসী, স্প্যানিস ভাষায় কথা বলতে পারেন

Image Source: ফাইল ছবি

২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন আসিন। মাইক্রোম্যাক্সের সহ-প্রতিষ্ঠাতা রাহুল শর্মার সঙ্গে নতুন জীবন শুরু করেন

Image Source: ফাইল ছবি

খ্রীষ্টান মতে এবং হিন্দু মতে, দুভাবেই বিয়ে হয় তাঁদের। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন অভিনেত্রী