আজ জন্মদিন বলিউড অভিনেতা দিনো মোরিয়ার। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য চকোলেট বয় লুক দিয়ে দর্শকদের মন জিতে নেন দিনো মোরিয়া। কমেডি থেকে থ্রিলার, সমস্ত চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে ছবি তৈরিও করতে পছন্দ করেন দিনো মোরিয়া। রয়েছে তাঁর নিজের প্রোডাকশন হাউজও দিনো মোরিয়া বই পড়তে খুবই ভালোবাসেন। নানা সময়ে সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন খেলাধুলোর প্রতিও যথেষ্ট আগ্রহ রয়েছে দিনো মোরিয়ার। তাঁকে নানা সময়ে ফুটবল খেলতে দেখা যায় জানা যায়, ছেলেবেলায় গাছে চড়তে খুবই পছন্দ করতে দিনো মোরিয়া। যেখানেই তিনি বেড়াতে যেতেন, সেখানেই গাছে চড়তেন বড় পর্দায় দিনো মোরিয়ার আত্মপ্রকাশ হয় 'পেয়ার মে কভি কভি' ছবি দিয়ে। পরবর্তীকালে তাঁকে দেখা গিয়েছে 'রাজ', গুনাহ' এবং আরও অনেক ছবিতে শোনা যায়, বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে সম্পর্কে ছিলেন দিনো মোরিয়া। 'রাজ' ছবির পর তাঁদের সম্পর্ক ভাঙে এরপর লারা দত্তর সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেতা। সেই সম্পর্কও টেকেনি বিয়ে করতে চান এবং শীঘ্রই সংসার করতে চান। দুবছর আগে এমনই জানান দিনো মোরিয়া। অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা