'মহারাণী' হোক 'গ্যাংস অফ ওয়াসেপুর', বারবার নিজের অভিনয়ের জাত চিনিয়ে দিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি।

আজ এই অভিনেত্রীর জন্মদিন। কিন্তু রুপোলি পর্দায় পা রাখার আগে কী করতেন হুমা? জন্মদিনে রইল একগুচ্ছ অজানা গল্প।

দিল্লিতে জন্ম হুমার। ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন হুমা। দিল্লিতে বিভিন্ন থিয়েটার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

২০০৮ সালে দিল্লি থেকে মুম্বই পাড়ি দেন হুমা। দিদির পদাঙ্ক অনুসরণ করেন হুমার ভাইও।

জেদ আর কঠিন পরিশ্রম দিয়ে ভাগ্যকে জয় করেছিলেন হুমা। পরিচালক অনুরাগ কশ্যপের 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিতে সুযোগ পান তিনি।

২০০ জন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে অডিশনে পাল্লা দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন হুমা।

এরপর একে একে 'এক থি ডাইন', 'বদলাপুর', 'জবলি এলএলবি'-তে দুর্দান্ত পারফর্ম্যান্স।

নাসিরুদ্দিন শাহ, মাধুরী দিক্ষীত নেনে ও আরশদ ওয়ার্সির সঙ্গে কাজ করেছেন হুমা।

২০১৯ সালে লীলা ও ২০২১ সালে মহারাণী সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন হুমা।

অভিনয়ের সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্মের সঙ্গে সমানভাবে যুক্ত হুমা। মানসিক স্বাস্থ্য নিয়ে বহুবার কথা বলেছেন তিনি।