বৃহস্পতিবার ৩৩ বছর সম্পূর্ণ করলেন ইশান্ত শর্মা
৬'৪ উচ্চতা, হাই আর্ম অ্যাকশন, ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারার দক্ষতায় নজর কেড়েছেন
২০০৭ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক, পরের মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক
জাতীয় দলের হয়ে ১০৪টি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন, নিয়েছেন ৩১১টি উইকেট
টেস্ট উইকেট সংখ্যায় ভারতীয় পেসারদের মধ্যে কপিল দেবের (৪৩৪) পরেই দু'নম্বরে ইশান্ত
ভারতীয় বোলারদের তালিকায় পাঁচ নম্বরে, কুম্বলে (৬১৯), কপিল, হরভজন (৪১৭) ও অশ্বিনের (৪১৩) পরেই
৮০টি ওয়ান ডে খেলে ১১৫টি উইকেট রয়েছে ইশান্তের
১৪টি ম্যাচে ৮ উইকেট নিয়েছেন দিল্লির ডানহাতি পেসার
সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৪ উইকেট রয়েছে ইশান্তের
আইপিএলে ৯৩ ম্যাচে ৭৩টি উইকেট রয়েছে ইশান্তের