জুনিয়র এনটিআর দক্ষিণ ভারতের অন্যতম প্রভাবশালী পরিবারের বংশধর। তিনি অন্ধ্রপ্রদেশের নন্দমুরী পরিবারের ছেলে।

জুনিয়র এনটিআরের প্রথম নাম তারক। মাত্র ৮ বছর বয়সে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

জুনিয়র এনটিআর দুর্দান্ত অভিনেতার পাশাপাশি একজন প্রশিক্ষিত কুচিপুড়ি নৃত্যশিল্পীও।

রাজামৌলির প্রথম দুই ছবি 'স্টুডেন্ট নং ১' ও 'সিমহাদ্রি'-তে নায়ক হিসেবে জুনিয়র এনটিআরকে কাস্ট করেছিলেন।

২০০৪ সালে তাঁর ছবি 'অন্ধ্রওয়ালা'র প্রথম সবচেয়ে বড় অডিও লঞ্চ হয়। উপস্থিত ছিলেন প্রায় ১০ লক্ষ দর্শক।

জুনিয়র এনটিআর একমাত্র তেলুগু অভিনেতা যাঁর জাপান থেকে নিবেদিত ফ্যান ফলোয়িং আছে।

'ফোর্বস ইন্ডিয়াস সেলিব্রিটি'র তালিকায় দু'বার নাম ওঠে তাঁর। প্রথম ২০১২ সালে, পরবর্তীকালে ২০১৬ সালে।

'আর আর আর' ছাড়াও অভিনেতার 'নান্নাকু প্রেমাথো' ও 'জনতা গ্যারাজ' অত্যন্ত জনপ্রিয় দুটি ছবি। বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে এগুলি।

জুনিয়র এনটিআরের প্রিয় সংখ্যা ৯। তাঁর প্রত্যেক অটোমোবাইলের রেজিস্ট্রেশন নম্বর ৯৯৯৯।

অনেকেই জানেন না, তবে নিজের একাধিক তেলুগু ছবির গানে কণ্ঠও দিয়েছেন অভিনেতা। কন্নড় ছবি 'চক্রব্যূহ'র 'গেলেয়া গেলেয়া' গানেও কণ্ঠ দেন তিনি।