শুটিং শুরু হল ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি একটু সরে বসুন -এর।

একটু সরে বসুন ছবিটি মূলত কমেডি ধারার।

ছবির কাহিনি বনফুলের ছোট গল্প অবলম্বনে।

এই ছবির পরিচালনার দায়িত্বে আছেন কমলেশ্বর মুখোপাধ্য়ায়।

ঋত্বিক চক্রবর্তীর পাশাপাশিতে এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী পাওলি দামকেও।

বিশেষ চরিত্রে দেখা যাবে অভিনেতা রজতাভ দত্তকেও।

দুজন শিশুশিল্পীকেও দেখা যাবে এই ছবিতে।