৪০-এ পা। ১৮ জুলাই চল্লিশতম জন্মদিন পালন করছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।

অভিনয় দক্ষতায় মাতিয়েছেন দেশ-বিদেশ। তবে নিজের কাজ ও ব্যক্তিগত জীবন কীভাবে সামাল দিতে হয় তা বেশ ভালই জানেন।

অভিনয়ের পাশাপাশি, স্বামী নিক জোনাস ও তাঁদের সন্তানের সঙ্গে প্রচুর সময় কাটান প্রিয়ঙ্কা। তাঁদের একসঙ্গে ছবি 'কাপল গোল'!

১৯৮২ সালে জামশেদপুরে জন্মানো প্রিয়ঙ্কা চোপড়া এখন নিউ ইয়র্কের বাসিন্দা।

২০০০ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন 'দেশি গার্ল'।

বিশ্ব সুন্দরীর খেতাব জেতার পর ২০০৩ সালে বলিউডে ডেবিউ করেন তিনি। সানি দেওল, প্রীতি জিন্টার সঙ্গে 'দ্য হিরো: লভ স্টোরি অফ এ স্পাই' ছবি দিয়ে।

২০০৫ সালে 'ব্ল্যাকমেল' ও 'করম' ছবি দুটি বক্স অফিসে সাড়া ফেলে। জনপ্রিয়তা লাভ করেন প্রিয়ঙ্কাও।

এরপর একাধিক অসফল ছবির পর ২০০৮ সালে মুক্তি পায় মধুর ভন্ডারকরের 'ফ্যাশন'। যা প্রিয়ঙ্কা চোপড়ার অভিনয়কে অন্য মাত্রা দেয়।

এই ছবির জন্য ৬ কিলো ওজন বাড়িয়েছিলেন অভিনেত্রী। শ্যুটিং চলাকালীন চরিত্রের বিবর্তনের সঙ্গে সঙ্গে সেই ওজন কমান।

তবে শুধু অভিনয়ই নয়, প্রিয়ঙ্কা চোপড়া একাধারে গায়িকাও। প্রথম এক তামিল ছবিতে প্লেব্যাক করেন তবে পরে অভিনয়তেই বেশি মন দেন।