উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে সর্বসম্মত ভাবে মার্গারেট আলভাকে প্রার্থী করেছে বিরোধী শিবির। কিন্তু কে তিনি?

আশি বছর বয়সে উপরাষ্ট্রপতি পদের জন্য লড়াই করছেন মার্গারেট আলভা। তাঁর উল্টো দিকে এনডিএ-র প্রার্থী জগদীপ ধনকড়।

১৯৪২ সালের ১৪ এপ্রিল ম্যাঙ্গালুরু শহরে জন্ম তাঁর।

বেঙ্গালুরুর মাউন্ট কারমেল এবং সরকারি আইন কলেজ থেকে বিএ এলএলবি করেন তিনি।

১৯৬৪ সালে বিয়ে করেন নিরঞ্জন আলভাকে। এক মেয়ে এবং তিন ছেলে রয়েছে তাঁদের।

রাজ্যসভায় চার বার নির্বাচিত হয়েছেন মার্গারেট আলভা।

১৯৯৯ সালে উত্তর কন্নড় আসন থেকে লোকসভায় জিতে আসেন। ৪২ বছর বয়সে কেন্দ্রের মন্ত্রীও হন তিনি।

তবে ২০০৮ সালে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। কর্নাটক নির্বাচনের টিকিট 'বিক্রি' করা হচ্ছে, একথা বলেছিলেন বলে অভিযোগ।

চারটি রাজ্যের রাজ্যপাল পদের দায়িত্ব সামলেছেন মার্গারেট আলভা।

রাজনৈতিক পরিসরে অত্যন্ত পরিচিত অশীতিপর রাজনীতিবিদকে রবিবার ১৭টি বিরোধী দল সর্বসম্মত ভাবে তাঁদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করে।