আজ তাঁর জন্মদিন, ৪০-এ পা দিলেন বলিউড অভিনেতা রণবীর কপূর

আপাতত বাবা হওয়ার অপেক্ষায় রণবীর, আর ইতিমধ্যেই ৪০-এ পা দিলেন অভিনেতা।

ঋষি কপূর ও নীতু কপূর -এর ছেলে রণবীরে জন্ম হয়েছিল মুম্বইতেই।

বাবা-মায়ের সঙ্গে রূপোলি পর্দার ওতপ্রোত যোগ। পড়াশোনা করছে ভালো লাগত না ছোট্ট রণবীরের

স্কুলে পড়াশোনার থেকে খেলাধূলোয় বেশি আগ্রহ ছিল রণবীরের, ভালোবাসতেন ফুটবল

অল্প বয়সে মায়ের বেশি ঘনিষ্ঠ ছিলেন রণবীর। পরবর্তীকালে বাবার কাছেই তাঁর কাজে হাতেখড়ি হয়

দশম শ্রেণী পাস করার পরে বাবা ঋষি কপূরের সঙ্গেই সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি।

ফিল্ম নিয়ে পড়াশোনা করার সময় দুটি স্বল্পদৈর্ঘ্যের ছবি পরিচালনা করেছিলেন রণবীর