আজ জন্মদিন বলিউডের ভাইজান সলমন খানের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য

জানেন কি সলমন খান অভিনেতা হতেই চাননি। বরং, লেখক হতে চেয়েছিলেন ভাইজান

স্ট্রাগল করার দিনগুলোয় তিনি কখনও বাবার নাম ব্যবহার করতেন না। ছবিতে কাজ করার আগে অডিশন দিতেন।

চাইনিজ খাবার খেতে খুবই ভালোবাসেন সলমন খান। মুম্বইয়ের চায়না গার্ডেনের চাইনিজ খাবার তাঁর অত্য়ন্ত পছন্দের

সাবানের প্রতি আলাদা পছন্দ রয়েছে সলমন খানের। তাঁর স্নানঘরে একাধিক রকমের সাবান থাকে বলে জানা যায়

ছোটবেলায় খুব ভালো সাঁতার কাটতেন সলমন খান। তিনি যদি অভিনেতা না হতেন, তাহলে পেশাদার সাঁতারু হতেন

এক সময়ে ফেসিয়াল নার্ভ ডিসঅর্ডারে ভুগেছেন সলমন খান। এই রোগকে সুইসাইড ডিজিজও বলা হয়ে থাকে

'বাজিগর' ছবিতে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন সলমন খান। কিন্তু নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন না বলে তিনি এই ছবিতে কাজ করতে চাননি

১৯৯১ সালে মুক্তি পায় 'সাজন'। সলমন খান বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন, সেই সময়ে তিনি দিনে ৩৫টি করে রুটি খেতেন

অসাধারণ চিত্রশিল্পীও বটে সলমন খান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বলিউডের ভাইজানকে