আজ জন্মদিন সলমন খানের ভাই সোহেল খানের। একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য 'খান' পরিবারের সদস্য হয়েও যেন কিছুটা আড়ালেই চিরকাল থেকে গেলেন সোহেল খান অভিনয়ের থেকে বেশি তিনি গুরুত্ব দিয়েছেন পরিচালনা, প্রযোজনায় ১৯৯৭ সালেই বলিউডে আত্মপ্রকাশ হয় সোহেল খানের। 'অউজার' ছবি দিয়ে পরিচালনায় হাতে খড়ি হয় তাঁর 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবিটির পরিচালক সোহেল। তাঁর কেরিয়ার বদলে দেওয়া ছবি ছিল এটি ২০০২ সালে অভিনয়ে আত্মপ্রকাশ হয় সোহেল খানের। সমীরা রেড্ডির বিপরীতে 'ম্যায়নে দিল তুঝকো দিয়া' ছবিতে অভিনয় করেন সলমন খানের সঙ্গে অনেক ছবিতেই দেখা গিয়েছে তাঁকে। 'টিউবলাইট' ও আরও কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দুই ভাই শুধু ছবি পরিচালনা কিংবা প্রযোজনাই নয়, লেখক হিসেবেও কাজ করেছেন সোহেল খান 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া' ছবির সেটেই সীমা সচদেবের সঙ্গে দেখা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করলেও সম্পর্ক টেকেনি। দীর্ঘদিন বিবাহিত জীবন কাটানোর পর আলাদা হয়ে যান তাঁরা