আমি তোমাকে কখনও দূরে যেতে দেব না। সারাজীবন আমি তোমার হাত ধরে থাকব অঙ্গীকার করছি যে আমি তোমাকে কখনও ছেড়ে যাব না আমি তোমাকে কখনও ভালোবাসা বন্ধ করে দেব না। এটাই তোমার কাছে আমার অঙ্গীকার ভালোবাসাটাই সবথেকে বড় অঙ্গীকার যা চিরকাল থাকবে যতক্ষণ আমার শ্বাস-প্রশ্বাস চলবে তোমাকে আরও আরও বেশি ভালোবাসব কখনও তোমাকে একা ছেড়ে দেব না কোনও পরিস্থিতিতেই মনে হবে না যে তুমি একা তোমার হাত দুটো ধরে বলতে চাই যেকোনও পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকব কোনও কারণ ছাড়াই আমি তোমাকে ভালোবাসি, প্রতিজ্ঞা করছি আমরা চিরকাল একসঙ্গে থাকব আমি তোমার সত্যিকারের ভালোবাসা হয়ে থাকব সারাজীবন কখনও তোমার উপর রাগ করব না এই আমার প্রতিজ্ঞা