প্রথম দফায় ৫৮ বিধানসভা আসনে ভোটগ্রহণ হল উত্তরপ্রদেশে ২ কোটির বেশি মানুষ ভোট দিলেন ভোট পড়ল ৬০.০১ শতাংশ ভোরের আলো ফোটার আগেই ভোটদান নয়ডা, গাজিয়াবাদ সহ উত্তরপ্রদেশে পশ্চিমাঞ্চলের ১১ জেলায় হল নির্বাচন পোলিং বুথের বাইরে সকাল থেকেই ছিল ভোটারদের লম্বা লাইন যাবতীয় কোভিড প্রোটোকল মেনে হল ভোটগ্রহণ এখনও ছ-দফায় ভোট হবে, ফল ঘোষণা ১০ মার্চ কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল সব বুথে বিয়ে করেই ভোট দিতে নবদম্পতি (ছবি-PTI)