রাত পোহালেই ভ্যালেন্টাইন্স ডে। বিশেষ দিনে যেভাবে মনের কথা জানাবেন এই পৃথিবীতে জীবনভর নানা বয়সের নানা ছবি সব শুধুমাত্র তোমার সঙ্গেই ভাগ করে নিতে চাই ভালোবাসলে পুরোটা উজার করে বাসো, বিনিময়ে ততটাই উজার করে ভালোবাসা নাও ভালোবাসা চোখ দেখে হয় না, মন পড়ে হয় গভীর ভালোবাসা মানুষকে শক্তি দেয়, উদ্দীপনা দেয়, আর দেয় জীবনে সফল হওয়ার প্রেরণা যখন তুমি প্রেমে পড়বে, তখন চোখে ঘুম আসবে না, বাস্তব জীবনের ভালোবাসা স্বপ্নের থেকেও সুন্দর ভালোবাসলে পুরোটাই ভালোবাসো, তাতে যেন কোনও খাদ না থেকে যায় একমাত্র তুমিই যাতে আমি নিশ্চিত, পৃথিবীতে আর কোনও কিছুতেই আমি এতটা নিশ্চিত নই হয়তো তুমি আমার হাতটা ক্ষণিকের জন্যই ধরবে কিন্তু তুমি আমার হৃদয়ে থেকে যাবে চিরকাল পৃথিবীতে অনেক ভালোবাসার গল্প আছে, কিন্তু সবার থেকে সেরা আমাদের ভালোবাসার গল্প