তেজপাতারই রয়েছে অনেক গুণ রান্নায় সুগন্ধ আনতে কেবল ব্যবহার নয় অনেক অসুখের সঙ্গেও লড়তে সাহায্য করে প্রতিদিন ১-৩ গ্রাম তেজপাতার ধোঁয়া শরীরে প্রবেশ করলে উপকার তেজপাতায় আছে বেশ কিছু জীবাণুনাশক উপাদান যা ক্ষতিকারক ব্যাকটিরিয়াদের মেরে ফেলে তেজপাতায় থাকে ক্লান্তিনাশক মানসিক ক্লান্তি দূর করে কর্মক্ষমতা বাড়ায় এই পাতা তেজপাতায় থাকে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, দেহে যন্ত্রণা কমাতেও কার্যকরী প্রতিদিনের রান্নায় তেজপাতার ব্যবহারও একই উপকার করে এতটাই তেজ তেজপাতায় খাবার পাতে তাই থাকুন তেজপাতা