গ্লিসারিনের একাধিক স্বাস্থ্যগুন রয়েছে। এটি গ্লিসেরল নামেও পরিচিত।

ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে নিয়মিত ব্যবহার করতে পারেন গ্লিসারিন।

গ্লিসারিন নিয়মিত ব্যবহারে ত্বকের রোমকূপ শক্ত হয়।

এর ফলে ত্বকে বলিরেখা পড়ার হাত থেকে বাঁচায়।

গ্লিসারিন শুকনো ত্বকের ঔজ্জ্বল্য ফেরায়।

গ্লিসারিন, ভিটামিন ই তেল ও ভেসলিনের মিশ্রণে রুক্ষ ত্বক সুন্দর হয়।

ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে গ্লিসারিন।

ত্বকের এগজিমা নিরাময়ে সাহায্য করে গ্লিসারিন।

মৃত ত্বক কোষ থেকে প্রোটিন ভাঙে, ত্বক থেকে সরিয়ে এগজিমা ও সোরিয়াসিস থেকে বাঁচায়।

গ্লিসারিন অয়েল ফ্রি। ফলে ব্রণ হওয়ার প্রবণতা থাকলে গ্লিসারিন ব্যবহার করা যেতে পারে।