আপাতত কান চলচ্চিত্র উৎসবে রয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি।

১৯ মে ৪৮ বছর পূর্ণ করলেন নওয়াজ। ১৯৭৪ সালে জন্ম নেন তিনি।

চিরাচরিত হিরো সুলভ চেহারা ছাড়া যে শুধু অভিনয় দক্ষতা দিয়েই নজর কাড়া যায় তার উদাহরণ নওয়াজ।

১৯৯৯ সালে 'ন্যাশনাল স্কুল অফ ড্রামা' থেকে পড়াশোনা সেরে মুম্বইয়ে আসেন। সেই বছরেই বলিউডে অভিষেক হয়।

আমির খানের 'সরফরোশ'-এ ছোট চরিত্রে অভিনয় দিয়ে শুরু। এছাড়া রাম গোপাল বর্মার 'স্কুল' ছবিতেও দেখা যায়।

টেলিভিশনে কাজের চেষ্টা করেন কিন্তু সফল হননি।

২০০৩ সালের রাজু হিরানির 'মুন্নাভাই এমবিবিএস' ছবিতে অভিনয় করেন নওয়াজ।

২০০২ থেকে ২০০৫ পর্যন্ত বিশেষ কাজ ছিল না নওয়াজের হাতে।

ভাগ্যের চাকা ঘোরে ২০১০ সালে অনুশা রিজভির 'পিপলি লাইভ' ছবির হাত ধরে।

অনুরাগ কাশ্যপের 'গ্যাংস অফ ওয়াসেপুর' সিরিজ তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়।