নিমের উপকারিতা

এই গাছের ছাল, পাতা, বীজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়

নিম পাতা

কুষ্ঠ, চোখের রোগে কার্যকরী

গাছের ছাল

ম্যালেরিয়া, পেট, অন্ত্রের আলসারে কার্যকর

নিম ফুল

পিত্ত কমাতে, কফ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়

নিম ফল

অর্শ্বরোগ, কৃমি, মূত্রনালীর রোগ মেটায়

নিম বীজ ও তেল

কুষ্ঠ, অন্ত্রে কৃমির সমস্যা মেটায়

নিম ডাল

টুথব্রাশের বদলে ব্যবহৃত হয়

নিরাপদ ব্যবহার

পরিমিত ব্যবহারে নিরাপদ

অতিরিক্ত সেবন নয়

কিডনি ও লিভারের পক্ষে ক্ষতিকর

রোগ প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করে

স্ব-প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন রোগের লক্ষ্মণে এড়িয়ে চলা উচিৎ