করোনা আবহেই নতুন আতঙ্ক তৈরি করেছে মাঙ্কিপক্স। প্রায় প্রতিদিনই নতুন আক্রান্তের হদিশ মিলছে। দেশে সরকারি ভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯।

এই পরিস্থিতিতে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। কোনওরকম গুজবে কান না দিয়ে, এই অবস্থায় কী কী করণীয় তা নিয়ে এক নির্দেশিকাও জারি করেছেন।

কী কী করবেন? রোগ যাতে না ছড়ায় তাই আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখতে হবে।

স্যানিটাইজার ব্যবহার করতে হবে। অথবা, সাবান দিয়ে হাত ধুতে হবে।

মাস্ক পরে থাকতে হবে। ডিসপোজেবল গ্লাভসে পরে রোগীর সামনে যেতে হবে।


আক্রান্ত রোগীর চারপাশে, বা যেখানে তিনি রয়েছেন সেখানে জীবাণুনাশক ব্যবহার করতে হবে।

কী কী করবেন না? আক্রান্ত এবং আক্রান্ত নয় এমন ব্যক্তির জামাকাপড় কাচা, ইস্ত্রি করা এড়িয়ে চলতে হবে।

রোগীর কোনও লক্ষণ দেখা দিলে নিজের সুরক্ষায় এবং অন্যদের সংক্রমণ রুখতে সামাজিক অনুষ্ঠান এড়িয়ে যাওয়া উচিত।

যাঁরা মাঙ্কিপক্সে আক্রান্ত তাঁদের সঙ্গে বিছানা, জামাকাপড়, তোয়ালে ইত্যাদি শেয়ার করবেন না।