Image Source: pixabay

শরীর ভাল রাখতে সুষম খাদ্য প্রয়োজনীয়।

Image Source: pixabay

প্রোটিন-ভিটামিন সমৃদ্ধ খাবার যতই খাওয়া হোক, সবজি ছাড়া সুষম পুষ্টি অসম্পূর্ণ থাকে।

Image Source: pixabay

সবুজ আনাজ বা শাক-পাতা জাতীয় খাবার ডায়েটে থাকতেই হবে।

Image Source: pixabay

মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখার জন্য প্রয়োজনীয় শাক-পাতা জাতীয় আনাজ।

Image Source: pixabay

পেট ফুলে যাওয়ার সমস্যা রোখে পটাশিয়াম সমৃদ্ধ আনাজ।

Image Source: pixabay

সবুজ শাক-সবজি ত্বকের স্বাস্থ্য ভাল রাখে। বিটা ক্যারোটিন থাকায় ত্বক ভাল থাকে।

Image Source: pixabay

পালংশাক, কেলের মতো আনাজ ভিটামিন ডি সমৃদ্ধ যা হাড়ের স্বাস্থ্যও ভাল রাখে।

Image Source: pixabay

শাকজাতীয় খাবারে প্রচুর ফাইবার থাকায় তা পাচনতন্ত্রের জন্য খুব ভাল। হজমপ্রক্রিয়াও ভাল রাখে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।