মা হচ্ছেন আলিয়া ভট্ট, আগেই সাড়া ফেলে দিয়েছে সেই খবর একবার ফের নজর কাড়লেন, এ বার আলোচনায় তাঁর আংটি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন, হাতে পেল্লাই হিরের আংটি তাতেই শুরু হয়েছে জল্পনা, আংটি কি রণবীরের দেওয়া! খোলসা করেননি অভিনেত্রী, তবে দুইয়ে দুইয়ে চার করছেন অনেকেই সম্প্রতি আলিয়া-রণবীরের একটি ছবি সাড়া ফেলেছিল তাতে আংটির বাক্স হাতে রণবীরের বাহুডোরে ছিলেন আলিয়া স্বামী-স্ত্রীর কেউই মুখ খোলেননি, তবে আকুল অনুরাগীরা কফি উইথ করণ-এ গিয়েছিলেন, সেই ছবি পোস্ট করেন তাতেই নজর কেড়েছে আংটি, তবে স্পিকটি নট আলিয়া