Image Source: pixabay

সুস্থ থাকতে সারা বছরই ডায়েটে ফল রাখতে বলে থাকেন বিশেষজ্ঞরা।

Image Source: pixabay

বিভিন্ন মরসুমে যে যে ফল পাওয়া যায়, সবকটিই খাওয়ার পরামর্শও দেন তাঁরা।

Image Source: pixabay

বর্ষার মরসুমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়। এই সময়টা সুস্থ থাকতে ফল রাখতেই হবে।

Image Source: pixabay

পটাশিয়াম ও অ্য়ান্টিঅক্সিড্যান্টে সমৃদ্ধ চেরি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়তে ভীষণ কার্যকরী।

Image Source: pixabay

Jamun বা কালোজামে ক্যালোরি কম থাকে কিন্তু আয়রন, ফলেট এবং একাধিক ভিটামিনে ঠাসা এই ফল।

Image Source: pixabay

সামান্য কটাদিন লিচু পাওয়া যায়। ভিটামিন সি ও ফাইবার সমৃদ্ধ লিচু পাচনতন্ত্রের জন্য খুব উপকারী।

Image Source: pixabay

ডালিম পুষ্টিগুণে ঠাসা। অ্যান্টিঅক্সিড্যান্ট ও ভিটামিনে ঠাসা ডালিম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হৃদরোগীদের জন্যও ভাল।

Image Source: pixabay

ভিটামিন এ, বি, সি এবং ক্যারোটিন রয়েছে পিচে। রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।

Image Source: pixabay

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের কথা মেনে চলুন।