বেগুন পুষ্টিকর সবজি, তবে কিছু মানুষের এটি খাওয়া থেকে বিরত থাকা উচিত।

Image Source: pexels

বেগুন এ ফাইটোএস্ট্রোজেন থাকে, যা গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে।

Image Source: pexels

কিছু মানুষের বেগুন থেকে অ্যালার্জি হতে পারে।

Image Source: pexels

যার ফলে ত্বকে চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে।

Image Source: pexels

বাতরোগীর বেগুন খাওয়া থেকে দূরে থাকাই ভাল।

Image Source: pexels

কারণ এতে উপস্থিত সোলানিন যৌগ প্রদাহ বাড়াতে পারে।

Image Source: pexels

বেগুনে ফাইবার বেশি থাকায় গ্যাস বা বদহজমের কারণ হতে পারে।

Image Source: pexels

কিডনির সমস্যা আছে এমন ব্যক্তিদের বেগুন খাওয়া উচিত নয়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels