ভারতে অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভোগেন।

অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে কোল্ড ড্রিঙ্কস খান।

খাওয়ার পর, মনে হয় যে, সব বুঝি ঠিক হয়ে গেল!

এরপর ঢেকুর তুললে মনে হয় গ্যাসের থেকে মুক্তি।

যদিও এমন কোনও কিছুই আদতে ঘটে না।

কোল্ড ড্রিঙ্কসে কার্বন ডাই অক্সাইড উপস্থিত থাকে।

কোল্ড ড্রিঙ্কস খেলে অন্ত্রের উপর চাপ ফেলে।

পেটে অ্যালকোহল তৈরি হতে শুরু করে।

কোল্ড ড্রিঙ্কস খেলে তাই অ্যাসিডিটি কমে না।

উল্টে ওজন বাড়ে, ফ্যাটিলিভারের সমস্যা দেখা দেয়।