চুল পড়ার শুরু দিকে ততটা গুরুত্ব দেননি।

কিন্তু এখন প্রায় আঁচাড়ানোর চুলও বাকি নেই।

একটু ধৈয্য ধরুন, সময় বদলাতে চলেছে।

কিছু পরিবর্তনে আপনার নতুন চুল আনা সম্ভব।

সবার আগে পেটের গন্ডোগোলে যত্ন নিন।

পর্যাপ্ত পরিমাণে জল খান, ঘুমিয়ে নিন।

আপনাকে প্রোটিন সমৃদ্ধ খাবার খেতে হবে।

জলপাই-কাঠবাদাম-নারকেল তেল রাখুন।

যেকোনও একটি ব্যবহার করে শ্যাম্পু নিন।

কচি বাঁশ পাতা, আদা, পেঁয়াজ খুবই উপকারি।