ঘুম না হলেও কি শরীরে মেদ বাড়ে?

Published by: ABP Ananda
Image Source: pexels

ঘুম না আসার কারণে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়

Image Source: pexels

হরমনোর ভারসাম্য নষ্ট হওয়া কিন্তু শরীরের উপর খারাপ প্রভাব ফেলে

Image Source: pexels

সেক্ষেত্রে ঠিকঠাক ঘুম না আসার কারণে স্থূলতা বাড়তে পারে

Image Source: pexels

ঘুমের অভাবের কারণে ঘ্রেলিন বাড়ে যা খিদে বাড়ায়

Image Source: pexels

এছাড়া ঘুম কমলে তাল মিলিয়ে কমে লেপটিন

Image Source: pexels

খিদে বেশি পাওয়ায় স্বাভাবিকের চেয়ে আমাদের খাবার খাওয়ার পরিমাণও বৃদ্ধি পায়

Image Source: pexels

এই বেশি খাওয়ার কারণেই ওজনও বাড়ে

Image Source: pexels

এছাড়া ঘুম না হওয়ার কারণে শরীরে তো সারাক্ষণ ক্লান্তি অনুভব হতে থাকেই

Image Source: pexels

তাই বহু বিশেষজ্ঞের মতে পর্যাপ্ত ঘুম না হলে, তা সরাসরি স্থূলতা বাড়ায়

Image Source: pexels