পান খাওয়ার ফলে শরীরের উপর কি প্রভাব পরে?

Published by: ABP Ananda
Image Source: pexels

ভারতে পান কেবল খাওয়ার জিনিস নয়, এটি একটি ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির অংশ হিসেবেও বিবেচিত হয়।

Image Source: pexels

বিভিন্ন উৎসব থেকে শুরু করে বিবাহের মতো অনুষ্ঠানে পানের ব্যবহার হয়।

Image Source: pexels

তবে পান খাওয়ার যেমন লাভজনক দিক রয়েছে, তেমনই এর জেরে কিন্তু শরীরের ক্ষতিও হতে পারে।

Image Source: pexels

পান খাওয়ার ফলে মুখে লালার উৎপাদন বাড়ে, যা খাবার হজম করতে সহায়ক হয়।

Image Source: pexels

পান পাতার মধ্যে প্রাকৃতিক তেল থাকে যা মুখের জীবাণু ধ্বংস করে।

Image Source: pexels

পান চিবানোয় মাড়ির ম্যাসাজ হয়, যার ফলে সেখানে রক্ত সরবরাহও বাড়ে।

Image Source: pexels

কিন্তু সুপারি, তামাক বা চুন দিয়ে পনা খেলে, তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

Image Source: pexels

অধিক পান খাওয়ার ফলে পেটে গ্যাস, জ্বালা বা অ্যাসিডির সমস্যা হতে পারে।

Image Source: pexels

এছাড়া নিয়মিত পান খাওয়ার ফলে দাঁতে লাল দাগ এবং মাড়িতে স্তর জমে মাড়ির ক্ষতি করতে পারে।

Image Source: pexels