কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কী কী খাওয়া একেবারেই উচিত না?

Published by: ABP Ananda
Image Source: pexels

আপনি কি সকালে বাথরুমে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটান?

Image Source: pixabay

আজকাল মানুষজন হজম সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত থাকে

Image Source: freepik

কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে? এই খাবার ভুলেও খাবেন না

Image Source: pexels

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের খাওয়া দাওয়ার বিষয়ে আরও বেশি সতর্ক থাকা উচিত

Image Source: freepik

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ময়দা, নতুন চালের মতো শস্য খাওয়া উচিত নয়

Image Source: pexels

এছাড়াও মটরশুঁটি এবং চানা জাতীয় ডাল খাওয়া উচিত নয়

Image Source: freepik

আইসক্রিম, প্রক্রিয়াজাত খাবার, ভাজা মশলাযুক্ত খাবার, আচার, ঘি, বেশি নুন, কোল্ড ড্রিঙ্কস, এবং জাঙ্ক ফুড খাওয়া থেকেও বিরত থাকুন

Image Source: pexels

কোষ্ঠকাঠিন্যে আলু এবং কন্দ জাতীয় সবজি খাওয়াও ক্ষতিকর

Image Source: pexels

কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে প্রচুর জল পান করুন এবং ফাইবার যুক্ত খাবার খান

Image Source: pexels