ক্যান্সার একটি মারাত্মক রোগ যা শরীরের যেকোনও অংশে হতে পারে।

Image Source: freepik

প্রতি বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে অসংখ্য মানুষের মৃত্যু হয়।

Image Source: pexels

বিশেষ করে যখন ক্যান্সার দেরিতে সনাক্ত করা হয়।

Image Source: pexels

প্রথম পর্যায়ে ক্যান্সার ধরা পড়লে সেরে ওঠার সম্ভাবনা বেশি থাকে।

Image Source: pexels

শেষ পর্যায়ে ক্যান্সার শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে, চিকিৎসা করা কঠিন হয়।

Image Source: pexels

তবে অনেক ক্ষেত্রে শেষ পর্যায়ের রোগীরাও সুস্থ হয়ে ওঠেন।

Image Source: pexels

অনেক সময় শেষ পর্যায়ে সিআরএস ও এইচআইপিইসি-এর মতো অস্ত্রোপচারে চিকিৎসা করা হয়।

Image Source: pexels

সিআরএস-এ শরীর থেকে সব ক্যান্সার সেল বের করে দেওয়া হয়

Image Source: pexels

HIPEC সার্জারিতে পেটের ভিতরে গরম কেমোথেরাপি ওষুধ দেওয়া হয়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels