সাধারণত ক্যান্সার যে কারো হতে পারে।

Image Source: pexels

তবে কিছু মানুষের এটি হওয়ার ঝুঁকি বেশি থাকে।

Image Source: pexels

জিনগত কারণে অনেকের ক্যান্সারের আশঙ্কা থাকে।

Image Source: pexels

বিশেষ করে স্তন ও ফুসফুসের ক্ষেত্রে এমন হতে পারে।

Image Source: pexels

কোলন ক্যান্সারের ঘটনাগুলি বংশগত হতে পারে।

Image Source: pexels

যারা স্মোক করেন, তাঁদের ক্ষেত্রেও এই ঝুঁকি থাকে।

Image Source: pexels

মদ্যপানকারীদেরও ক্যান্সারের ঝুঁকি বেশি থাকে।

Image Source: pexels

ইমিউন সিস্টেম দুর্বল থাকলেও এটি হতে পারে।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels