তীব্র গরমে ত্বকে জ্বালাপোড়া হয় ।

বহু ক্রিম মেখেও শেষ অবধি ভোগেন ?

তবে ত্বকের যত্ন ঘরোয়া ভাবেও সম্ভব।

আপনি অ্যালোভেরা জেল দিতে পারেন।

বাড়িতেই এই গাছের পরিচর্যা করে নিন।

সসা আমাদের ত্বককে ঠান্ডা রাখে।

সসার রস তুলোয় ভিজিয়ে ত্বকে দিন।

চন্দন বেটে ও গোলাপ জলও নিতে পারেন।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ।

এটি মেনে চলার আগে চিকিৎসকের পরামর্শ নিন।