জিভের রঙ দেখেই মিলবে রোগের ইঙ্গিত!

Published by: ABP Ananda
Image Source: pexels

আমাদের শরীর অনেক উপায়ে আমাদের না না ইঙ্গিত দেয়, যা শরীরের হাল বুঝিয়ে দেয়

Image Source: pexels

এই ইঙ্গিতগুলির মধ্যে অন্যতম হল জিভের রঙ।

Image Source: pexels

জিভের রঙ এবং উপরিভাগের স্তর দেখে অনেক রোগের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করা যেতে পারে

Image Source: pexels

সাদা জিভ ছত্রাক সংক্রমণ, ডিহাইড্রেশন বা খারাপ হজমের ইঙ্গিত দেয়।

Image Source: pexels

হলুদ জিভ লিভার বা পিত্ত সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দেয়।

Image Source: pexels

লাল জিভ শরীরে ভিটামিন বি১২ বা ফলিক অ্যাসিডের অভাবের ইঙ্গিতবাহী

Image Source: pexels

গভীর লাল জিভ হৃদরোগ অথবা রক্তসংবহন সংক্রান্ত সমস্যার ইঙ্গিত দেয়

Image Source: pexels

নীল জিভ অক্সিজেনের অভাব, হৃদরোগ বা ফুসফুসের সমস্যার ইঙ্গিত দেয়।

Image Source: pexels

জিভের কাল রঙ হয়, তাহলে তা ব্যাকটেরিয়া, মুখের খারাপ স্বাস্থ্য বা তামাক সেবনের কারণে।

Image Source: pexels