স্তন ক্যান্সার একটি জটিল অসুখ
স্তন ক্যান্সারের লক্ষণগুলো সম্পর্কে অনেকেই ঠিক জানেন না
স্তন ক্যান্সারে কেউ আক্রান্ত হলে আলাদা মাংসপিণ্ড অনুভব করবেন সে
স্তনে প্রবল ব্যথা হবে, স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যেতে পারে
দেহের সঙ্গে স্তনের ত্বকের রংয়ের ফারাক দেখা যেতে পারে
স্তন ক্যান্সারের সম্ভাবনা থাকলে বগলের নীচের দিকে ব্যথা শুরু হয়
আচমকাই ওজন কমে যাওয়াও কিন্তু স্তন ক্যান্সারের লক্ষণ
শরীরে ক্লান্তি অনুভব হবে কিছুক্ষণ পর পরই
সামান্য পরিশ্রমেই শ্বাসকষ্ট হওয়া বা শ্বাস নিতে অসুবিধা হওয়া
মাসিক বা মাসিক চক্রের মাঝেও রক্তপাত হওয়াও একরকম স্তন ক্যান্সারের লক্ষণের মধ্য়ে পড়ে ডিসক্লেমার : স্তন ক্যান্সার সংক্রান্ত কোনও বিষয়ে কোনো মতামত এবিপি লাইভের নেই। এই বিষয়ে অবশ্যই সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন