খেয়ে ওঠামাত্রই
কি চাপ অনুভূত হয়?


সঙ্গে সঙ্গে দৌড়তে
হয় টয়লেটে?


অনেকেই এই
সমস্যায় ভোগেন


কিন্তু এমন হওয়াটা
অস্বাভাবিক নয়


চিকিৎসা বিজ্ঞানের ভাষায়
gastrocolic reflex বলা হয়


পেটে জায়গা তৈরি করতে
নির্দেশ যায় পাকস্থলী থেকে


মলাশয় সেই মতো
কাজ শুরু করে দেয়


কিছু কিছু খাবার সহ্য
না হলেও এমনটা ঘটে


কফি এবং চিনি
খেলেও হয় এমন


প্রায়শই হলে অবশ্যই
চিকিৎসকের পরামর্শ নিন