মেয়েদের হার্ট অ্যাটাকের উপসর্গ গুলি ঠিক কেমন হার্ট অ্যাটাক মানেই কি শুরু থেকে বুকে ব্যথা হবে ? নাহ্, তেমনটা নাও হতে পারে।

হার্ট অ্যাটাক ছাড়ছে না মাঝকুড়ির তরুণকেও। চুপিসাড়ে বুকে বাসা বাঁধছে নানা রোগ।

মহিলাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলি অন্যভাবে আসতে পারে। বুকে যন্ত্রণা না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়।

হার্ট অ্যাটাক মানেই কি শুরু থেকে বুকে ব্যথা হবে ? না । হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে।

প্রচণ্ড ঘাম হওয়া। হঠাৎ মাথা ঘুরে যেতে পারে।

রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া । চোখে আঁধার দেখা ।

হালকা ফেন্টিং অ্যাটাক হওয়া অনিয়মিত হার্ট বিট । হঠাৎ বুক ধড়ফড়ানি হওয়া ।

উপসর্গগুলিকে কিন্তু এড়িয়ে গেলে হবে না। প্রতিটিই হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ।

মাড়িতে যন্ত্রণাও হতে পারে হার্ট অ্যাটাকের অ্যালার্ম।

শরীরের অন্য জায়গায় ব্যথাও কিন্তু হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে ।

ইত্যাদি ক্রমাগত হলে সতর্ক হতে হবে ।

পিঠে হঠাৎ করে যন্ত্রণা , পাকস্থলীর ঠিক উপর দিকে ব্যথা,

হার্টের খেয়াল রাখুন ৩০ থেকেই । নিয়মিত যত্ন নিয়ে সুস্থ থাকুন, ভাল থাকুন।