বিশেষজ্ঞ থেকে চিকিৎসকেরা বহুক্ষেত্রে অসুখ নিরাময়ের জন্য পেঁয়াজ ব্যবহারের পরামর্শ দেন অতীতকাল থেকে বহু মানুষই নানা অসুখে টোটকা হিসেবে পেঁয়াজ ব্যবহারের কথা বলে থাকেন বহু বছর আগে থেকেই মোজার মধ্যে সারারাত পেঁয়াজের টুকরো (Onion Slice) রাখার চল ছিল এর ফলে নানা উপকার পাওয়া যেত? কিন্তু এই টোটকার কি কোনও বৈজ্ঞানিক যুক্তি আছে? বিশ্বে প্লেগ মহামারীর আকার নেয়, সেই সময় বিশ্বাস করা হত যে ইনফেকশন সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে পেঁয়াজের এছাড়াও জ্বর, ঠান্ডা লাগা এবং আরও নানা অসুখ প্রতিরোধের ক্ষমতা রয়েছে এর শরীর থেকে আমাদের যে দূষিত পদার্থ বের হয়, তা শুষে নিয়ে শরীরকে দূষণ মুক্ত রাখে পেঁয়াজ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দারুণ সাহায্য করে পেঁয়াজ, শরীরের সঙ্গে সরাসরি স্পর্শ থাকার ফলে বেশি উপকার পাওয়া যায় কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ, প্রয়োজনে বিশেষজ্ঞ কিংবা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন