বছরের যে কোনও সময়ে চুল পড়া একটা বড় সমস্যা। বিশেষজ্ঞদের মতে নির্দিষ্ট পরিমাণ চুল দিনে ঝরা স্বাভাবিক। তবে তার বেশি হলে তা অবশ্যই চিন্তার কারণ। চুল পড়া রোধ করতে কী কী নিয়ম মানতেই হবে? অতিরিক্ত অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার বন্ধ করতে হবে। চুল রং করার পর ফের রং করাতে চাইলে নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখতে হবে চুলে কেমিক্যাল ব্যবহার করা যাবে না। সালফেট, প্যারাবেন মুক্ত জিনিস ব্যবহার করতে হবে। দুবার হেয়ার ট্রিটমেন্টের মধ্যেই নির্দিষ্ট সময়ের ব্যবধান রাখা উচিত। চুল ধীরে ধীরে আঁচড়াতে হবে। ডিম, ভিনিগার, লেবু বেশি ব্যবহার করা যাবে না। এই ধরণের উপকরণ মাসে একবার ব্যবহার করা যেতে পারে।