তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন জ্যাক কালিস

৫৬.৩১ গড়ে প্রথম ১০০ টেস্টে রান করেছেন ক্যালিস

ক্যালিসের থেকে মিয়াঁদাদের গড় সামান্য় বেশি


পাকিস্তান কিংবদন্তি নিজের প্রথম ১০০ টেস্টে ৫৭.৪২ গড়ে রান করেছেন


কেরিয়ারের সিংহভাগ সময়ই তিনে ব্যাট করেছেন রিকি পন্টিং

১০০ টেস্টে ৫৭.৭১ গড়ে রান করে এই তালিকাতেও তৃতীয় স্খানে রয়েছেন তিনি

টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক রাহুল দ্রাবিড়

প্রথম ১০০ টেস্টে ৫৭.৭৯ গড়ে রান করে এই তালিকাতই দ্বিতীয় তিনি

তালিকায় সচিন তেন্ডুলকরের নাম একে দেখে কারুরই অবাক হওয়ার কথা নয়

নিজের প্রথম ১০০টি টেস্টে সর্বাধিক ৫৭.৯৭ গড়ে রান করেছেন সচিন