চোটের জেরে একাধিক ম্যাচ না খেললেও রোহিত ভারতের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক ৪০ ইনিংসে ২৭.৬৩ গড়ে তাঁর মোট সংগ্রহ ৯৯৫ রান। শতরানের খরা কাটলেও টেস্ট ক্রিকেটে একেবারেই রান পাননি কোহলি ৪২ ইনিংসে বিরাট দুইটি শতরান ও ১১টি অর্ধশতরানসহ ১৩৪৮ রান করেছেন পন্থ আবার সীমিত ওভারের ক্রিকেটে ব্যর্থ হয়েছেন তবে দুরন্ত টেস্ট মরসুমের সুবাদে তাঁর মোট সংগ্রহ ১৩৮০ রান এ বছর দুইটি শতরান ও ১০টি অর্ধশতরান করেছেন সূর্যকুমার ৪৩টি ইনিংস খেলে সূর্যকুমার যাদবের ২০২২ সালে মোট সংগ্রহ ১৪২৪ রান তালিকায় শীর্ষে স্বপ্নের ফর্মে থাকা শ্রেয়স আইয়ার ৪৮.৭৫ গড়ে তিনিই ভারতের হয়ে সর্বাধিক ১৬০৯ রান করেছেন