যুদ্ধের ভয়াবহতা বোঝাতে আজও হিরোশিমার কথা ওঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন পরমাণু বোমা ফেলা হয় শহরে দিনটি ছিল ১৯৪৫-এর ৬ অগাস্ট, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় গোটা শহর মিত্রপক্ষের সামনে আত্মসমর্পণে রাজি ছিল না জাপান তাতেই আমেরিকার বি-২৯ যুদ্ধবিমান থেকে পরমাণু বোমা নিক্ষেপ হয় তাতে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে যায় হিরোশিমার ৩৯% জনসংখ্যা ৮০ হাজার মানুষের মৃত্যু হয়, আহত হন ৩৫ হাজারের বেশি মানুষ শহরের ৬৯ শতাংশ বাড়ি-ঘর, দফতর ধুলোয় মিশে যায়। এর তিন দিনের মাথায়, ৯ অগাস্ট বোমা পড়ে নাগাসাকিতে নাগাসাকিতে মারা যান ৭৪ হাজার মানুষ