শুধু সংসদভবন চত্বরের রূপরেখা বদলই নয়
ঐতিহাসিক রাজপথও মুছে গেল দিল্লির বুক থেকে
ইঙ্গিত মিলেছিল আগেই, এ বার সরকারি সিলমোহর পড়ল
রাজপথের নাম বদলে রাখা হল ‘কর্তব্য পথ’
ব্রিটেনের রাজা পঞ্চম জর্জের সম্মানে নামাঙ্কিত
১৯২০ সালে ইংরেজ সরকারের হাতে রাজপথ তৈরি
রাষ্ট্রপতি ভবন থেকে বিজয় চক হয়ে ইন্ডিয়া গেট পর্যন্ত বিস্তৃত
১৯১১ সালে কলকাতা থেকে দিল্লিতে সরে যায় রাজধানী
তার পরই রাজপথ নির্মাণে হাত দেয় ইংরেজ শাসক
স্বাধীনতার পরও অক্ষুণ্ণ ছিল, বহু আন্দোলনের সূত্রপাত ঘটে